জাপা জোট করবে কিনা জানতে চায় যুক্তরাষ্ট্র– দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম এটি। খবরটিতে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন সংসদের বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল রোববার বিকেলে মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে জাপার নির্বাচন পরিকল্পনা, আগামি নির্বাচনে জোট করবে কিনা তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে অংশ নেয়া জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলাকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে সমকাল।
একই ঘটনা নিয়ে দৈনিক কালবেলার শিরোনাম, ‘নির্বাচন নিয়ে চাপ আছে কিনা না জানতে চেয়েছেন পিটার হাস’। এতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর উপর সরকারের চাপ আছে কি না তা জানতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে ও নেপথ্যে কথা বলছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা। এরই অংশ হিসেবে রোববার সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আইনমন্ত্রী আরো বলেছেন যে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বলে দিয়েছেন নির্বাচনকালীন সরকারের কথা। নির্বাচনকালীন সরকারের কারা কারা থাকতে পারেন এই রূপরেখা তিনি দিয়ে দিয়েছেন।
একই বিষয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘PM to decide when election-time govt will be formed says law minister’এই খবরটিতে বলা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালীন সরকার চালু করার জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রয়োজন হবে না এবং সেসময় প্রয়োজন মনে হলে ছোট একটি মন্ত্রীসভাও গঠন করা হতে পারে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে।’ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘Not improving anytime soon’ লোডশেডিং পরিস্থিতি নিয়ে এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এই খবরটিতে বলা হচ্ছে যে, লোডশেডিং কবে শেষ হবে তা আসলে কেউই জানে না।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামি দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে, কারণ সরকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চালু রাখতে কয়লা, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু তাপমাত্রা কমলেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
যুগান্তরের শিরোনাম, সিন্ডিকেটে জিম্মি বিদ্যুৎ খাত। এতে বলা হয়েছে, অপরিকল্পিতভাবে নির্মিত বিদ্যুৎ প্রকল্পই এখন সরকারের গলার কাঁটা। জ্বালানি সংকটে প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। একই সঙ্গে বন্ধ থাকার পরও গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ।
আর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ এবং চরম লোডশেডিং। সবমিলে এই মুহূর্তে বিদ্যুৎই সরকারকে বড় ধরনের অস্বস্তিতে ফেলেছে। কতদিনে এই অস্বস্তি দূর হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ।
নয়া দিগন্তের আরেকটি শিরোনাম, ‘লোডশেডিংয়ে অসহায় মানুষ, মন্ত্রীর দুঃখ প্রকাশ, ডলার সংকটে আমদানি ব্যাহত, বন্ধ হয়ে গেল পায়রা বিদ্যুৎকেন্দ্র’।
মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে দেশের মানুষ ভুগছে: প্রধানমন্ত্রী, বণিকবার্তার একটি শিরোনাম এটি। খবরটিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে লোডশেডিং। এ দুটি সমস্যায় আমার দেশের মানুষ ভুগছে। যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হতো এবং এর কারণে নিষেধাজ্ঞা না থাকত, তাহলে দেশ এ ধরনের অসুবিধার সম্মুখীন হতো না।”
এদিকে, দ্য নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Govt primary schools closed for 4 days for heatwave’। খবরে বলা হয়েছে, চলমান তাপদাহের কারণে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত মোট চারদিন বন্ধ থাকবে। রোববার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রচণ্ড গরমে বিদ্যালয় বন্ধ। এ খবরে বলা হচ্ছে, সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিভ্রান্তি ও উদ্বেগে রয়েছেন।
সমকালের শিরোনাম, পেঁয়াজের দর শতক ছোঁয়ার পর আমদানিতে সায়। এই খবরটিতে বলা হয়েছে, আমদানি বন্ধের ছুতায় রোজার ঈদের পর কয়েক দফায় বেড়েছিল পেঁয়াজের দাম। তবে সরকার আমদানির অনুমতি দেবে- এমন খবরে মাঝে কয়েক দিন কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত দাম কমেছিল। গত দুই দিনে আবারো এক লাফে পেঁয়াচ কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা।
পেঁয়াজের বাজার সহনীয় করতে আমদানির বিকল্প নেই জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির দুই সপ্তাহের মধ্যে দর ১০০ টাকায় পৌঁছে যাওয়ার পর এলো আমদানির সিদ্ধান্ত। পেঁয়াজের বাজার শীতল করতে আমদানির অনুমতি দিলো কৃষি মন্ত্রণালয়।
বণিকবার্তার শিরোনাম, আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি। এতে বলা হয়েছে, অস্বাভাবিত মূল্যবৃদ্ধির কারণে পেঁয়াজ আমদানিতে বিধি-নিষেধ তুলে নিচ্ছে সরকার। আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে বলে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে।
অন্যান্য খবর
সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২০ দেশের গোয়েন্দা প্রধানরা– যুগান্তরের শিরোনাম এটি। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরে বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি জানান, আনুষ্ঠানিক ও খোলামেলা কূটনীতি যখন কঠিন তখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তেজনার সময় এ ধরনের বৈঠক খুবই অর্থবহ। বৈঠকটি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে রয়টার্সকে এ তথ্য জানান।
শুক্রবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে বৈঠকটি হয়। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ দেশগুলোর গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের কমূসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ’। এই খবরটিতে বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ৮৫০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা ২ হাজার টাকা করা এবং যোগ্যতা অনুসারে চাকরিসহ ১১ দফা দাবি জানিয়েছে প্রতিবন্ধী নাগরিক সমাজ।
গতকাল রোববার সংস্থাটি দুপুর ১১টার দিকে শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে ১০ জন প্রতিবন্ধী আহত হন। এদের তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শাহবাগেই অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর শিরোনাম, ‘Export earnings see $1b jump in May’। খবরটিতে বলা হয়েছে, রপ্তানী উন্নয়ন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে রপ্তানীকারকদের আয় গত মে মাসে ২৬ শতাংশ বেড়ে চার দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩.৮৩ বিলিয়ন ডলার।
‘২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু’- সমকালের শিরোনাম। এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।
এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৭ জন। এনিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই জ্বরে ১৬ জনের মৃত্যু হলো। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
Source link