‘জাপা জোট করবে কিনা জানতে চায় যুক্তরাষ্ট্র’ – GalachipaProtidin.Com
‘জাপা জোট করবে কিনা জানতে চায় যুক্তরাষ্ট্র’ – GalachipaProtidin.Com

জাপা জোট করবে কিনা জানতে চায় যুক্তরাষ্ট্র– দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম এটি। খবরটিতে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন সংসদের বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

গতকাল রোববার বিকেলে মার্কিন দূতের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে জাপার নির্বাচন পরিকল্পনা, আগামি নির্বাচনে জোট করবে কিনা তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে অংশ নেয়া জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলাকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে সমকাল।

একই ঘটনা নিয়ে দৈনিক কালবেলার শিরোনাম, ‘নির্বাচন নিয়ে চাপ আছে কিনা না জানতে চেয়েছেন পিটার হাস’। এতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর উপর সরকারের চাপ আছে কি না তা জানতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

ওই রিপোর্টে আরো বলা হয়েছে, বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে ও নেপথ্যে কথা বলছেন ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা। এরই অংশ হিসেবে রোববার সংসদের বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *