‘জামায়াত নিয়ে পর্দার আড়ালে কূটরাজনীতি’ – GalachipaProtidin.Com
‘জামায়াত নিয়ে পর্দার আড়ালে কূটরাজনীতি’ – GalachipaProtidin.Com

জামায়াত নিয়ে পর্দার আড়ালে কূটরাজনীতি এমন শিরোনাম করেছে সমকাল। এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী কারসঙ্গে-তা নিয়ে রাজনৈতিক সক্রিয় মহলে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আওয়ামী লীগ বলছে, জামায়াত বিএনপির সঙ্গী। বিএনপি নেতারা জামায়াত তোষণের অভিযোগ দিচ্ছেন আওয়ামী লীগের দিকে। যদিও খোদ জামায়াতে ইসলামী বলছে, বিএনপি জোট ভেঙ্গে দেওয়ার পর তারা একা পথ চলছে।

এই খবরটি নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘AL, BNP accuse each other of jamaat link.’ এতে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধীদল বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি দুদলই পরস্পরকে জামায়াত-ই-ইসলামী সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে দুষছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের পরই এই অভিযোগ আসছে।

শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজের গ্রামের বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ও আওয়ামী লীগের সাথে জামায়াতের সম্পর্ক এখন পরিষ্কার হয়ে গেছে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এক বিবৃতিতে বলেছেন, জন্ম থেকেই জামায়াতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে বিএনপি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *