রাজনীতিবিদরা কখনো জনগণের পূর্ণ আস্থায় আসতে পারেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, মেধাবী ও পেশাজীবীদের কথা জনগণ বেশি গুরুত্ব দেয়। তাই পেশাজীবী ও মেধাবীদেরকে এলাকার মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী। শনিবার রাতে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক সমন্বয় পরিষদ (প্রকৃচি) মধুপুর-ধনবাড়ী শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি যে প্রহসনের নির্বাচন করেছিল তা শুধু দেশে নয় আন্তর্জাতিক সমাজেও গ্রহণযোগ্য ছিল না। এ নির্বাচনের বিরুদ্ধে পেশাজীবী সংগঠন প্রকৃচি জনতার মঞ্চ করে আন্দোলন সফল করেছিল। পেশাজীবীদের ওই আন্দোলন দেশের জন্য বিরাট ভূমিকা রেখেছিল। আন্দোলনের ওই সময় তিনি কৃষি ইনস্টিটিউশনের মহাসচিব ও প্রকৃচিরও মহাসচিব ছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমলাতন্ত্রের বিপরীতে পেশাজীবীদের সংগঠন হিসাবে প্রকৃচি ছিল শক্তিশালী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয়ক ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি ড. আবু হাদী নুর আলী খান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হারুন অর রশীদ শ্যামল, বিএডিসি’র ক্ষুদ্র সেচ বিভাগের প্রধান প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক কৃষিবিদ ড. আজাহরুল ইসলাম, বেপজা’র নির্বাহী পরিচালক প্রকৌশলী এনামুল হক, বিএডিসি’র যুগ্ম পরিচালক রিয়াজুল ইসলাম, ডা. আব্দুর রহিম, ডা. সুরেশ চন্দ্র সরকার, ডা. সেলিম উদ্দিন।
Source link