প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমি মার্তিনেজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমি মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্তিনেস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্তিনেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন।

আজ (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন এমি মার্তিনেস।

ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন।

আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের ভালোবাসা নিজের চোখে দেখারই সুযোগ পাননি তিনি। কাচের ভেতর থেকে যতটুকু তিনি হাত নেড়েছেন এবং যতোটা তাকে দেখা গেছে, সেটুকুই সন্তুষ্টি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার।

ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্তিনেসের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্তিনেস বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য।

আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্তিনেসকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‘মার্তিনেস বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *