ক্রিকেট নিয়ে গায়ক আসিফ আকবরের গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ গানটির বেশ সাড়া পড়েছিল। ১৮ বছর আগে গাওয়া গানটি এখনো দেশের আনাচকানাচে বাজতে শোনা যায়। জনপ্রিয় এই গায়ক এবার গানে গানে ফুটবলের কথা বলবেন। ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’–এর থিম সং গাইলেন তিনি। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
আসিফ আকবর জানালেন, গানটি ভিন্ন আবেদনের। গানটি তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমী তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে। তবে আসিফ মনে করছেন, একসময় গানটি সারা দেশের মানুষের ফুটবলের গান হয়ে উঠবে।
আসিফ বললেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের এই আয়োজনে তারুণ্যের কথা বলা হয়েছে। ফুটবল যে সর্বজনীন, সেই ব্যাপারও উঠে এসেছে। আমার ভালো লেগেছে, সুরের জন্য ইবরার টিপুকে নির্বাচন করার বিষয়টিকে। “শাবাশ বাংলাদেশ” গানের যে মাইলস্টোন তিনি তৈরি করেছেন, এটাতেও সেই ফ্যান্টাস্টিক ব্যাপারটা উঠে এসেছে। আর আমার তো মনে হয়েছে, এই গানটা আমার জন্যই তৈরি হয়েছে।’
Source link