বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কামরুল ও ফয়জুল করিম
বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন কামরুল ও ফয়জুল করিম

স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বলেন, ‘সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল করতে পেরেছি। তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কার মধ্যে আছি।’

এ বিষয়ে কামরুল আহসান বলেন, ‘১৫ বছরে দেখেছি, এ সরকারের অধীন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপনির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন—কোনোটাই সুষ্ঠু হয়নি। এখানে ইলেকশন ফিক্সিং হয়ে থাকে। সরকারি দল চায় না তাদের শরিক দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নিক। তাই নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে মোটেও আশাবাদী নই।’

কামরুল আহসান আরও বলেন, ‘এই সরকারের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা বহির্বিশ্বের মানুষকে দেখানোর জন্য এবং সারা দেশের মানুষকে সচেতন করার জন্য আমি নির্বাচনে এসেছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। কারণ, তারা দিনের ভোট রাতে করে, কারচুপি করে, ফলাফল পরিবর্তন করে।’

আপনাদের দল বিএনপি নির্বাচন বর্জন করার পরও আপনি প্রার্থী হলেন কেন, এমন প্রশ্নের জবাবে কামরুল বলেন, ‘জনসমক্ষে আমি প্রমাণ করতে চাই, বিগত ১৫ বছরে আপনারা যা দেখেছেন, শুনেছেন—বাস্তবেই এটা সত্য, এই সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি প্রতিবাদস্বরূপ এই নির্বাচনে এসেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *