মুসলমান থেকে হিন্দু হয়ে যাওয়া এক পরিবারের অধিকাংশই আবার ফিরে গেছে ইসলাম ধর্মে – GalachipaProtidin.Com
মুসলমান থেকে হিন্দু হয়ে যাওয়া এক পরিবারের অধিকাংশই আবার ফিরে গেছে ইসলাম ধর্মে – GalachipaProtidin.Com

  • রজনীশ কুমার
  • বিবিসি হিন্দি

ছবির ক্যাপশান,

দিলশাদ, নওশাদ আর ইরশাদ হিন্দু ধর্ম গ্রহণ করেন ২০১৮ সালে

চার বছরের এক শিশু কী করে আর জানবে যে ধর্মটা কি! তাকে যদি জোয়া নামে ডাকা হয়, তাহলেও তার বোঝার ক্ষমতা নেই যে তার বাবা মা মুসলমান, তাই তার এই নাম রাখা হয়েছে।

শিশুদের ধর্ম কী হবে, সেই সিদ্ধান্ত তাদের নিজ পছন্দ-অপছন্দের ওপরে নির্ভর করে না। সারা পৃথিবীতেই বাবা-মায়ের সিদ্ধান্তে ঠিক হয় যে শিশুর ধর্ম কী হবে।

বাবা-মা যদি ধর্ম পরিবর্তন করে ফেলেন, তাহলে শিশুটিকেও সেই পরিবর্তিত ধর্ম মেনে নিতে হয়।

উত্তর প্রদেশের বাগপত জেলার বদরখা গ্রামের চার বছরের শিশুটির নাম যখন আমি জানতে চেয়েছিলাম, সে বলেছিল তার নাম জোয়া।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *