রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ড – GalachipaProtidin.Com
রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ড – GalachipaProtidin.Com

রংপুর বিভাগীয় সদর দপ্তরে আগুন

ছবি : সংগৃহীত

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর হাজিরহাট এলাকায় অবস্থিত বিভাগীয় সদর দপ্তরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বিভাগীয় সদর দপ্তরের পূর্ব দিকে সীমানা প্রাচীর ঘেঁষে পেছনে নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক সংযোগের তার নেওয়া হয়েছে। সেই সংযোগ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যম আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই সদর দপ্তরের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভাতে দুটি ইউনিট কাজ করেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের বৈদ্যুতিক সংযোগের তারসহ শর্টসার্কিটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন।

রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *