রাজৈরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ – GalachipaProtidin.Com
রাজৈরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ – GalachipaProtidin.Com

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় পাঠানকান্দি ও উত্তর গোয়ালদি দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের রাজৈর ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, শনিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের বেল্লাল মাস্টারের এক ছেলের সঙ্গে পাশের সীমান্তবর্তী ইশিবপুর ইউনিয়নের ওহিদুল কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি শনিবার বিকালে মীমাংসা করতে ইশিবপুর গেলে মাদবর বাইজিতকে বেধড়ক মারধর করে প্রতিপক্ষরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *