সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে এমন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে সকলের। জানা গিয়েছে, এই ঘটনা সত্যিই চোখের সামনে দেখেছেন মধ্যপ্রদেশের বাসিন্দারা। ভিডিওটি আসলে সেরাজ্যের শিবপুরী জেলার। ওই এলাকার বাসিন্দারাই হোয়াটসঅ্যাপে এই ভিডিও পরস্পরকে পাঠাতে পাঠাতে ভাইরাল করে ফেলেছেন।
জানা গিয়েছে, শিবপুরীর বাসিন্দা এক বৃদ্ধা তাঁর বাড়িতে মুরগি পুষেছিলেন। নারওয়ারের বালিমাতা মন্দিরের কাছে তাঁর বাড়ি। ঘরের পাশেই মুরগি রাখার ব্যবস্থা করেছিলেন। সম্প্রতি সেই মুরগি বেশ কয়েকটি ডিমও পেড়েছিল। দু’টি ছানা ফুটেছিল। কিন্তু রবিবার তিনি মুরগির ঘর খুলে দেখেন ভিতরে বসে রয়েছে একটি কালো সাপ। পাশেই পড়ে রয়েছে মৃত মুরগি ও তার দু’টি ছানা। দু’টি ডিম উধাও।
ভয় পেয়ে তড়িঘড়ি তিনি খবর দেন প্রতিবেশীদের। সাপ উদ্ধার করে নিয়ে যেতে খবর দেওয়া হয় সাপুড়েও। তখনই বোঝা যায়, আসলে দু’টি ডিম খেয়েছে সাপটি। সাবিত্রী বলেন, ‘শনিবার রাতেই সাপটি ঢুকেছিল নিশ্চয়ই। রবিবার সকালে আমি ডালা খুলতেই দেখি এই ভয়াবহ দৃশ্য।’ সাপুড়ে সলমন পাঠান এসে সাপটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখনই ডিম উগড়ে দিতে শুরু করে সাপটি। একের পর এক দু’টি ডিমই উগড়ে দেয় সাপটি। এমন দৃশ্য দেখে হতবাক এলাকার বাসিন্দারা। অনেকেই ভিডিও করেন।
আরও পড়ুন, একাধিক দফায় পঞ্চায়েত ভোট চাই! আর্জি জানিয়ে হাইকোর্টে অধীররঞ্জন চৌধুরী
আরও পড়ুন, ফ্রান্সে চরম বিক্ষোভ চলছেই, নাহেলের ঠাকুমা শান্তির আবেদন করে বললেন ‘এই’ কথা
পরে সলমন বলেন, যে কোনও সাপই তার ওজনের দ্বিগুণ খাদ্য গিলে ফেলতে পারে। কিন্তু তা হজম হতে সময় লাগে। এই সময়ের মধ্যে যদি কোনও বিপদ আসে, তখন সে ওই হজম না হওয়া খাদ্য উগড়ে দিতে শুরু করে। এক্ষেত্রেও ঠিক তেমনই ঘটেছে বলে জানান সলমন। পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Snake
Source link