বৃষ্টি কিছুটা কম হলেও উজানের পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে জেলার কয়েকটি উপজেলায় পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এসব উপজেলায় মানুষের বাড়িঘরে পানি প্রবেশ না করলেও গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষ দুর্ভোগে পড়েছেন।
টানা বর্ষণ ও উজানে ঢলে জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলায় পানি বেড়েছে। ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার পাশাপাশি জাদুকাটা, বৌলাই, রক্তি, কুশিয়ারা, চলতি, পাটলাই, নলজুর, খাসিয়ামারা, কালনীসহ সব নদ-নদীর পানিই বাড়ছে। হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো কেউ সেখানে আশ্রয় নেননি।
Source link