সামনেই পঞ্চায়েত ভোট। আর কয়েকটা দিন হাতে গোনা সময়। তারপরেই পঞ্চায়েতে মহাযুদ্ধ। তার আগে পর্যন্ত প্রচারে সরগরম রাজ্য। গ্রামে-গঞ্জে মিটিং মিছিল। রোদ-জল-কাদা-গরম উপেক্ষা করেই পথে নামতে হচ্ছে রাজনৈতিক দলের নেতা-প্রার্থীদের।
সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রচার এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। কোনও কোনও প্রচার ভাইরাল হতেও বেশি সময় নিচ্ছে না। কাজেই রাজনৈতিক নেতা থেকে প্রার্থী সকলেই একটু কেতা দুরস্ত হতে হচ্ছে। কে কেমন পোশাক পড়েছে সেদিকেও নজর থাকছে সকলের।
নির্বাচনী আবহে কলকাতায় এক ফ্যাশন ডিজাইনার শপ বাজারে নিয়ে এসেছে ভোটের ফ্যাশন। রেঞ্জের নাম দেওয়া হয়েছে নির্বাচনী পোশাক, পোশাকে নির্বাচন। অর্থাৎ কোন পোশাক পরে নেতারা প্রচারে যেতে পারেন। তাঁদের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি হবে। সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই রেঞ্জটি।
একের জন নেতা-নেত্রীর একেক রকম পছন্দের পোশাক। তাঁদের স্টাইল স্টেটমেন্টও আলাদা এলাদা হয়। বর্ষায় হচ্ছে পঞ্চায়েত ভোট। তার উপরে গরম আর্দ্র আবহাওয়া। কোন পোশাকে বেশিক্ষণ স্বচ্ছন্দে থাকতে পারবেন নেতারা সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে পোশাক।
কলকাতা শহরের ১০০ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠানের নতুন ফ্যাশনের ট্রেন্ড মন কাড়বে ফ্যাশন দুরস্ত বাঙালিরও। যেহেতুর রাজনীতির ছোঁয়া রয়েছে পোশাকে সেকারণে এই নতুন রেঞ্জের উদ্বোধনে হাজির করা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষকে। তিনিও জানালেন সেকথা। ভোটের সঙ্গে এখন ফ্যাশন ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। সেকারণে এটা একটি বেশ ভালো উদ্যোগ বলে মনে করছেন তিনি।
Source link