অদ্ভুত জীবিকা এই বিদেশিনীর! একদিনের আয় ৪১ হাজার টাকা! জানলে আঁতকে উঠবেন – GalachipaProtidin.Com
অদ্ভুত জীবিকা এই বিদেশিনীর! একদিনের আয় ৪১ হাজার টাকা! জানলে আঁতকে উঠবেন – GalachipaProtidin.Com

পৃথিবীতে এমন কিছু অদ্ভুত জীবিকা রয়েছে যা জানলে রীতিমতো অবাক হতে হয়। কিছু মানুষ এমন কিছু উপায়ে অর্থ রোজগার করে যা জানলে চোখ কপালে উঠে যায়। এমনই এক অদ্ভুত জীবিকায় রয়েছেন পামেলা ট্রিপিন নামের একজন অ্যাটমোস্ফিয়ার মডেল।

পেশায় মডেল পামেলা কালিফোর্নিয়ার বাসিন্দা। পামেলার জীবন এতটাই চটকদার এবং আরামদায়ক যে  যেকোনও মানুষই তাঁকে দেখে ইর্ষা করবে। যেখানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে  উপার্জন করছে, সেখানে পামেলা শুধু পার্টি করেই  কোটি কোটি টাকা আয় করছেন।

আরও পড়ুন: শক্ত চোয়াল, আলিয়া ভাট বলে উঠলেন ‘খেলা হবে’, তৃণমূলের স্লোগান হঠাৎ ঝড় তুলল বিটাউনে

প্রথমে মেক্সিকো সিটিতে থাকতেন পামেলা কিন্তু পরে ৪ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ায় পাকাপাকি ভাবে বসতি গড়েন। রোজ পার্টি করেই দু হাতে রোজকার করছেন এই মডেল! একজন অ্যাটমোস্ফিয়ার মডেল হিসেবে বেশ পরিচিত পামেলা ট্রিপিন। অ্যাটমোস্ফিয়ার মডেলরা বিভিন্ন ইভেন্ট  এবং পার্টিকে আরও উপভোগ্য করে তোলে। বিভিন্ন নাইটক্লাবেও দেখা যায় এই মডেলদের। দাতব্য তহবিল সংগ্রহ, জুজু টুর্নামেন্ট এবং কর্পোরেট ইভেন্টগুলিতেও উপস্থিত থাকেন পামেলা। বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এই অ্যাটমোস্ফিয়ার মডেলরা।

যদিও পামেলার আয় সঠিক ভাবে কত? তার কোনও হিসেব নেই। তবে তিনি জানিয়েছেন যে  বিলাশবহুল জীবনযাপনের জন্য যথেষ্ট অর্থ আয় করেন তিনি।

অনলাইন তথ্য অনুযায়ী, এই ধরনের মডেলে এক ঘন্টায় ভারতীয় মুদ্রায় প্রায়  ৮০০০ টাকা আয় করে। মানে এক রাতে  আয় হয় ২৫  হাজার থেকে ৪১ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন: এই ৫ ফলেই হুড়মুড়িয়ে কমবে ওজন! ডায়েট ছাড়াই থাকবেন মেদহীন, জেনে নিন

একদিনে এত রোজগার সাধারণত অন্যান্য জীবিকার মানুষদের কাছে অবিশ্বাসযোগ্য। যদিও পামেলা বলেছেন যে এই কাজের জন্য তাকে নিজেকে অনেক পরিবর্তন করতে হয়েছে এবং বহু পছন্দের জিনিসও ছাড়তে হয়েছে। তাই অর্থ পেলেও এই ধরণের কাজে বহু প্রতিবন্ধকতা থাকে।

Published by:Anulekha Kar

First published:

Tags: Offbeat, Viral News


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *