এয়ারপড প্রো হতে পারে হিয়ারিং এইড – GalachipaProtidin.Com
এয়ারপড প্রো হতে পারে হিয়ারিং এইড – GalachipaProtidin.Com

যাদের কানে শুনতে অসুবিধা হয় তাদের ভরসা হিয়ারিং এইড। এয়ারপড অন্তত হিয়ারিং এইডের জায়গা পূরণ করতে পারে না। তবে অ্যাপল সম্প্রতি এয়ারপডকেই হিয়ারিং এইডে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। অ্যাপলের এয়ারপড প্রো-এর পরের সংস্করণে একাধিক নতুন ফিচার যুক্ত হওয়ার কথা জানা গেছে। 

এই নতুন ফিচারের একটি হচ্ছে, এয়ারপড এখন শ্রোতার কানের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। বিভিন্ন টোন ও শব্দ দিয়ে এয়ারপড এই পরীক্ষা করবে। এই ফিচার অনেকটা অ্যাপল ওয়াচের ইসিজি ফিচারের মতোই। এমনিতে কানের স্বাস্থ্য পরীক্ষার একটি অ্যাপ আছে। থার্ড পার্টি অ্যাপটির নাম মিমি। অ্যাপলের সঙ্গে ওই অ্যাপের ডেভেলপারের সাক্ষাতের কথাও নতুন নয়। 

অ্যাপল এখানেই থেমে নেই। এয়ারপডের মাধ্যমে ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা পরীক্ষার বিষয়েও তারা ভাবছে। কানের গর্তের তাপমাত্রা যাচাই করে এমনটি সম্ভব বলে জানা গেছে। এও জানা গেছে, এভাবে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে। কবে এই নতুন ফিচার আসবে তা অবশ্য জানা যায়নি। তবে অ্যাপল জানিয়েছে, আপগ্রেড হবে। 

সূত্র: ম্যাশেবল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *