চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মো: মহিউদ্দিন বাচ্চু।
সোমবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের যৌথ সভায় মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ উপনির্বাচনের ভোটগ্রহণ চলবে ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই এবং প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
আগামী ৬ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকবে। পরের দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। সূত্র : ইউএনবি
Source link