ডলার রেট উন্মুক্ত হলে টাকার মান কতটা কমতে পারে? – GalachipaProtidin.Com
ডলার রেট উন্মুক্ত হলে টাকার মান কতটা কমতে পারে? – GalachipaProtidin.Com

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ডলারের বিপরীতে আবারো কমেছে টাকার মান

টাকার বিপরীতে ডলারের মান এক লাফে ২.৮৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১০৮.৮৫ টাকা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডলারের বিপরীতে টাকার ইতিহাসে এটি সবচেয়ে বড় দরপতন।

সোমবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ বা এবিবি এবং বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বা বাফেদা এক বৈঠকের পর যৌথভাবে ডলারের দাম সমন্বয়ের এই ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলার ১০৮.৮৫ টাকা করে কেনাবেচা করা হবে। একই দামে কেনা হবে রেমিটেন্সও। রপ্তানীর ক্ষেত্রে এক টাকা কমে ১০৭.৫০ টাকা এবং আমদানির ক্ষেত্রে ১০৯ টাকা করে কেনাবেচা করা হবে।

গত এক বছর যাবত ডলারের বিপরীতে টাকার দর ধারাবাহিকভাবে কমছেই। নানা পদক্ষেপ নিয়েও এই দরপতন ঠেকানো যাচ্ছে না।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *