রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে প্রথমবারের মতো তায়কোয়ান্দো নিয়ে ‘আন্তর্জাতিক মাস্টার এন্ড পুম/ড্যান এক্সামিনার কোর্স- ২০২৩’ করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন শরীরচর্চা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান চঞ্চল। মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে দৈনিক যুগান্তরকে এসব তথ্য কামরুজ্জামান চঞ্চল নিজেই নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান চঞ্চল বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল দেশে তায়কোয়ান্দো বিকাশের জন্য কুক্কিওয়ান’র পক্ষ থেকে আন্তর্জাতিক মাস্টার কোর্স করব। অবশেষে সে সুযোগটি আমি পেয়েছি। এ বিষয়ে বিশ্ব তায়কোয়ান্দো একাডেমির সভাপতি স্বাক্ষরিত একটি কনফার্মেশন লেটারও পেয়েছি। আগামী ৭ জুলাই থেকে আমি কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংনাম নামক স্থানে অবস্থিত কুক্কিওয়ানে তায়কোয়ান্দোর আন্তর্জাতিক মাস্টার কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করব।
প্রশিক্ষণ শেষে ১৩ ও ১৪ জুলাই আমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি তায়কোয়ান্দোতে আন্তর্জাতিক স্বীকৃতি পাবো। এর পর ১৮ জুলাই আমি দেশে ফিরে আসব।
তায়কোয়ান্দো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সিলেবাস অন্তর্ভুক্ত কোর্স।
Source link