পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের বোমা ফেটে আহত ২ শিশু সহ ৪, আতঙ্ক দিনহাটায় – dinhata bomb blast 4 injured ahead of panchayat elections 2023 – GalachipaProtidin.Com
পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের বোমা ফেটে আহত ২ শিশু সহ ৪, আতঙ্ক দিনহাটায় – dinhata bomb blast 4 injured ahead of panchayat elections 2023 – GalachipaProtidin.Com

Cooch Behar News : এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার দিনহাটা। বোমা বিস্ফোরণ আর তাতে মৃত্যু বা জখম হওয়ার ট্র্যাডিশন চলছেই রাজ্যে। এবার দিনহাটা – ১ নম্বর ব্লকের গোসানিমারির কাঠালতলা এলাকায় বোমা ফেটে জখম হল দুই শিশু সহ চারজন। মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

আহতদের নাম সাত্তার মিয়াঁ, মোফাজ্জল মিয়াঁ, লতিফ মিয়াঁ ও লুতফর মিয়াঁ। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘সাত্তার মিয়াঁর বাড়িতে ৪ থেকে ৫ টি বোমা ফাটে। এই ঘটনায় চারজন জখম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।’

West Bengal Panchayat Election : রাজ্যপালের সফরের মাঝেই ফের অশান্তি কোচবিহারে! TMC প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। ইতিমধ্যে এক তৃণমূল কর্মীর মৃত্যুও হয়েছে। প্রায় প্রত্যেক রাতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকার দখলদারি কার হাতে থাকবে তা নিয়ে বোমাবাজিও চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসানিমারি – ২ গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকায় স্থানীয় দুষ্কৃতী সাত্তার মিয়াঁ বিভিন্ন রাজনৈতিক দলকে বোমা সরবরাহ করে থাকে।
পঞ্চায়েত নির্বাচনের জন্য ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে ৩ থেকে ৪ টি বোমা ফেটে যায়। ঘটনাস্থলে থাকা ৪ জন আহত হয়। এরপর আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হয়।

Panchayat Nirbachan 2023 : ফের বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ল হাত, হাড়োয়ায় মৃত্যু ১ ব্যক্তির
এই বিষয়ে সাত্তার মিয়াঁর স্ত্রী লতিফা বিবি অবশ্য বলেন, ‘সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই বাইরে থেকে কেউ বাড়িতে বোমা রেখে গিয়েছিল। হঠাৎ করে সেই বোমা ফেটে যায়। দুই শিশু ও আমার স্বামী জখম হয়েছেন।’ এদিকে গোটা বিষয়টি নিয়ে BJP ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘যা শুনতে পাচ্ছি BJP ওই দুষ্কৃতীর কাছ থেকে বোমা কিনত। সেই দুষ্কৃতীর বাড়িতে বোমা ফেটেছে। চারজন জখম হয়েছে। পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল কর্মীদের ভয় দেখানো ও বোমাবাজির জন্য BJP নেতারা ওই দুষ্কৃতীকে বোমা তৈরি করতে বলেছিল।’

West Bengal Panchayat Election : দিনহাটায় ভোররাতে গুলিতে নিহত TMC কর্মী, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের
যদিও BJP-র কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘ওই ব্যক্তি তৃণমূলের সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্য ওই ব্যক্তি বোমা বানাচ্ছিল। তখনই তা ফেটে যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *