আহতদের নাম সাত্তার মিয়াঁ, মোফাজ্জল মিয়াঁ, লতিফ মিয়াঁ ও লুতফর মিয়াঁ। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘সাত্তার মিয়াঁর বাড়িতে ৪ থেকে ৫ টি বোমা ফাটে। এই ঘটনায় চারজন জখম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।’
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা। ইতিমধ্যে এক তৃণমূল কর্মীর মৃত্যুও হয়েছে। প্রায় প্রত্যেক রাতেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকার দখলদারি কার হাতে থাকবে তা নিয়ে বোমাবাজিও চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসানিমারি – ২ গ্রাম পঞ্চায়েতের কাঠালতলা এলাকায় স্থানীয় দুষ্কৃতী সাত্তার মিয়াঁ বিভিন্ন রাজনৈতিক দলকে বোমা সরবরাহ করে থাকে।
পঞ্চায়েত নির্বাচনের জন্য ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে ৩ থেকে ৪ টি বোমা ফেটে যায়। ঘটনাস্থলে থাকা ৪ জন আহত হয়। এরপর আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হয়।
এই বিষয়ে সাত্তার মিয়াঁর স্ত্রী লতিফা বিবি অবশ্য বলেন, ‘সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই বাইরে থেকে কেউ বাড়িতে বোমা রেখে গিয়েছিল। হঠাৎ করে সেই বোমা ফেটে যায়। দুই শিশু ও আমার স্বামী জখম হয়েছেন।’ এদিকে গোটা বিষয়টি নিয়ে BJP ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
যদিও BJP-র কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, ‘ওই ব্যক্তি তৃণমূলের সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্য ওই ব্যক্তি বোমা বানাচ্ছিল। তখনই তা ফেটে যায়।’
Source link