বরিশাল নগরীর বান্দ রোডের বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচ ঘর।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেল্লাল হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ১২টা ৫০ মিনিটে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জানিয়ে বেল্লাল হোসেন বলেন, আগুন নেভানোর কাজে তাদের আটটি ইউনিট কাজ করেছে। এতে নৌ-ফায়ার স্টেশনের ‘অগ্নিযোদ্ধা’ নৌযান সহায়তা করেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন: মো. রুবেল মিয়া, কালাম মিয়া, ছালাম মিয়া, মিলন মিয়া, জসিম উদ্দিন, মো. মাসুম, মানিক ফাহিম গাজী, সুখী বেগম, মো. রাসেল ও হারুন মিয়া।
রুবেল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঘরে শুয়ে ছিলেন। বের হয়ে দেখেন, বিদ্যুতের মিটারের গোড়া দিয়ে আগুন জ্বলছে।
“আমার কোলে বাচ্চা ছিল। তাকে আমার খালার কাছে দিয়ে এসে দেখি, ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তাপে কাছেও কেউ যাইতে পারে নাই। আশপাশের ৬/৭টি ঘর পুইড়া গেছে।”
আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
তারা আরও জানান, কলোনিতে পাঁচ শতাধিক ঘরে দুই হাজার বাসিন্দা আছেন।
মহানগরীর উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “এখানের মানুষ সুশৃঙ্খলভাবে আমাদের সহযোগিতা করেছেন। যে কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাপ করছি। পরে বিস্তারিত জানাতে পারব।”
Source link