বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সোমবার কোরিয়ার একটি পরামর্শক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এতে চসিকের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা কাটিয়ে উঠতে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা ও সহকারী প্রকৌশলী রিফাতুল করিম। কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন কোরিয়ার কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিং’র ভাইস প্রেসিডেন্ট হিয়ুুঙ হি ইয়ুুন, দি হ্যাম সোলজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং, কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস’র ম্যানেজার জিওংওয়াং হোং।
Source link