নিজস্ব প্রতিনিধি: আজ ভবানীভবনে পশ্চিমবঙ্গর ডিজি মনোজ মাল্যবো আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে নয়া পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে ততই আন্ত: রাজ্য অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বিহার(Bihar)এবং ঝাড়খন্ড(jharkhand)এর সীমানাবর্তী অঞ্চল গুলিতে বেআইনি ট্রাফিকিং, মাদক পাচার, যেকোনো ধরনের অপরাধ করে নিকটবর্তী রাজ্যে গা-ঢাকা দেওয়া, মাওবাদী কার্যকলাপের এর বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে কথাবার্তা হয়। প্রসঙ্গত যে সময় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) পাটনায় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার বিষয় উচ্চ পর্যায়ের বৈঠক করতে যান, সে সময়ই পার্শ্ববর্তী দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এরপরেই তিন রাজ্যের পুলিশ বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে জয়েন্ট মেকানিজম গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়।
তার অঙ্গ হিসাবে এদিন রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ভবানীভবনে(BhowaniBhavan) তিন রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সহ শীর্ষকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসে। বৈঠকে এই তিন রাজ্যের একসঙ্গে সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নজরদারি কিভাবে আরো জোরদার করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুধু তাই নয়, এক রাজ্যে অপরাধ ঘটিয়ে অপর রাজ্যে পালিয়ে যাওয়ার পর সেই অপরাধীকে ধরা এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আগামী দিন কি কি নিয়ম ও সিস্টেম চালু করা হবে তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এদিনের এই বৈঠকে ঝাড়খণ্ডের ডিজি অজয় সিং ও বিহারের ডিজি আর এস ভাট্টি উপস্থিত ছিলেন।
Recent Posts
রকি আর রানি-র প্রেমের গল্প দুই ভিন্নধারার মানুষের প্রেম নিয়ে ছবিটি নির্মিত। রকি আর রানি…
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটমুখী তেলেঙ্গানা-সহ চার রাজ্যে সভাপতি পদে বদল আনল বিজেপি শীর্ষ নেতৃত্ব। তেলেঙ্গানায়…
এবারের মতো শাসক ও বিরোধীদের এত টানটান লড়াই এর আগে কোনও পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের মাটিতে…
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দু’মুখো নীতি থাকতে পারে না’
৫৯ বছর বয়সী মহাবীর প্রসাদ মদ্যপ অবস্থায় ভোর ২টো ২০ মিনিট নাগাদ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের…
যেটি ২,৪৯৩ বর্গফুট জুড়ে অবস্থিত। যাতে চারটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। কাজলের এই অ্যাপার্টমেন্টের ক্রয়…
This website uses cookies.
Source link