নিউজ ডেস্ক: এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পাওয়ার পর স্কুলে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। তবেই স্কুলে যোগ দিতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকারা। সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকাকে স্থগিত করে রাখা হয়েছিল।
আজ থেকে এই নির্দেশিকা ফের কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে পুলিশ ও স্বাস্থ্য যাচাইপত্র বাধ্যতামূলক করার নিয়ম ফিরিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই নিয়োগের ক্ষেত্রে এই দুই যাচাইপর্ব ফেরানোর কথা জানানো হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, খুব তাড়াতাড়িই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে যাচাইপত্রপর্ব ফিরিয়ে আনা হবে। সেই মতোই সোমবার বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্তের কথা পাকাপাকি ভাবে জানিয়ে দিল পর্ষদ।
এর আগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া জয়েনিংয়ে অভিযোগ সামনে এসেছে। তাই এবার থেকে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগপত্র হাতে পেলেও বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। সেই সংক্রান্ত সার্টিফিকেট পেলে তবেই স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে নযা নির্দেশিকার কথা জানানো হয়েছে রাজ্যজুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের।
সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালে শিক্ষকদের আদর্শ আচারণবিধি প্রকাশের সময়েই এই নীতি ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল। আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনে শিক্ষা দফতর শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করত। সে ক্ষেত্রে পুলিশ ও স্বাস্থ্য যাচাইপত্র পাওয়ার পরেই তাঁদের নিয়োগপত্র দিত মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু গত কয়েক বছর এই নিয়োগের ক্ষেত্রে শিথিলতা থাকায় যাচাইপত্র ছাড়াই নিয়োগ হয়েছিল।
Source link