হরিণাকুণ্ডে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে সোমবার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদৌলা এ আদেশ দেন। জানা গেছে, চলতি বছরে ঈদুল ফিতরে ভিজিএফ চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদের গুদামে মজুত রাখেন চেয়ারম্যান মঞ্জুর রাশেদ। পরে ইউএনওর নির্দেশে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৩৮ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় জামিনে ছিলেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। তবে উচ্চ আদালতের আদেশ পালন না করায় সোমবার জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. নাজিমুদৌলা।
Source link