জুড়ীতে ডাল কাটার সময় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী – GalachipaProtidin.Com
জুড়ীতে ডাল কাটার সময় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী – GalachipaProtidin.Com

জুড়ীতে মঙ্গলবার গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ভালুকায় নির্মাণাধীন ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে নারীর মৃত্যু হয়েছে। মাদারগঞ্জে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মারা গেছেন কৃষক। এছাড়া কিশোরগঞ্জে নিজ গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান :

মৌলভীবাজারের জুড়ীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ইউপি সদস্য ময়নুল ইসলাম জুনেদ জানান, দুপুরে মইন উদ্দিন মিয়া নিজ বাড়িতে গাছের ডাল কাটছিলেন। একপর্যায়ে ডাল ভেঙে পল্লী বিদ্যুতের লাইনে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী হেসুনু বেগম তাকে উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ভালুকায় নির্মাণাধীন ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুরুন্নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কাশর এলাকার নির্মাণাধীন ভবনের দুই তলার ছাদে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে শক লেগে ছাদ থেকে ছিটকে পড়ে মারা যান ওই নারী। নুরুন্নাহার ময়মনসিংহের তারাকান্দার আব্দুল মালেক মিয়ার স্ত্রী। কিশোরগঞ্জে নিজ অটোরিকশা গ্যারেজে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল মালিক মো. শরীফের। যশোদল ইউনিয়নের বালিয়াকান্দি বিএডিসি সার গুদামঘরের সামনের গ্যারেজে মঙ্গলবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। ওসি মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করেন। জামালপুরের মাদারগঞ্জে পাকরুল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর ফকির নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সাইদ ফকিরের ছেলে। মঙ্গলবার দুপুরে মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি মারা যান।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *