লং টুরে যাচ্ছেন? এই ১০টি কাজ না করে বাড়ির বাইরে পা রাখবেন না
লং টুরে যাচ্ছেন? এই ১০টি কাজ না করে বাড়ির বাইরে পা রাখবেন না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মব্যস্ত জীবনে লং টুর আর প্রায় হয়ই না? অতঃপর রোজকার অফিস-কাছারি, সংসার, সন্তানের দায়িত্ব সামলে অনেকেই একঘেয়ে জীবনে বিরক্ত। কিন্তু ঘুরতে আমরা কে না ভালবাসি বলুন? বছরে অন্ততটুর মাস্ট! আর সেটা লম্বা হলে মন্দ কী? তবে লম্বা ছুটিয়ে বাড়ির বাইরে পা রাখার আগে এই কটা কাজ করা কিন্তু অতি গুরুত্বপূর্ণ।

বেশ কয়েকটা কাজ আছে, ঘুরতে যাওয়ার আগে এই কাজগুলি ভুল গেলে একদম চলবে না। নীচের তালিকায় চোখ বুলিয়ে ঝটপট জেনে নিন।

১. আপনার ক্রেডিট কার্ড কোম্পানিকে জানিয়ে রাখুন। বাইরে ঘুরতে গেলে আচমকাই আপনার অনেক টাকার প্রয়োজন হতে পারে। কারণ বিপদ-আপদ তো কাউকে বলে আসে না। আর ক্রেডিট কার্ড যদি অ্যাক্টিভ না করে থাকেন, তাহলে ঘোরার আগে যত দ্রুত সম্ভব সেটা করে ফেলুন। ব্যাংকের এটিএমে যথাযথ টাকা আছে কিনা সেটাও নিশ্চিত করুন।

২. বিদেশে ঘুরতে গেলে ফোনের সিমকার্ড, রিচার্জ এসব সম্বন্ধে আগেই খোঁজখবর নিন।

[আরও পড়ুন: পাহাড়ে সিন্ডিকেট রাজত্ব, চড়া গাড়ি ভাড়ায় পর্যটকদের পকেটে ছ্যাঁকা]

৩. চোরের উপদ্রব নতুন কিছু নয়। ফাঁকা বাড়ি পেলেই হল। তাই লম্বা ছুটিতে যেতে হলে কোনও বিশ্বস্ত সিকিউরিটি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। নিরাপত্তারক্ষী রেখে তবেই বাড়ি থেকে বেরোন। আপনার বাড়িতে যথাযথ নিরাপত্তা থাকলে শান্তিতে ঘুরতে পারবেন।

৪. বিমান হোক কিংবা বাস-ট্রেন, টিকিট কনফার্ম কিনা, সেটা নিশ্চিত করে তবেই বাড়ি থেকে বেরোন। অনেককেই কিন্তু ঘুরতে গিয়ে টিকিটের ঝামেলা পোহাতে হয়েছে।

৫. টুরে যাওয়ার আগে বাড়ির সমস্ত বিল মিটিয়ে দিন। নইলে এসে চাপে পড়বেন।

৬. যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে প্যাকিং করুন। অযথা কাপড় বাড়াবেন না।

 

৭. ঘরে রাখা অতিরিক্ত খাবার হয় নিজেরা খেয়ে শেষ করুন। নইলে কাউকে দিয়ে দিন। নষ্ট করবেন না। ফল-সবজির ক্ষেত্রেও তাই। মোট কথা বাড়িতে রেখে যাবেন না। পচন ধরে বদ্ধ ঘরে কেলেহ্কারি কাণ্ড ঘটবে।

৮. যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার সমস্ত যোগাযোগ নম্বর এক কপি করে বিশ্বস্ত কোনও বন্ধু বা আত্মীয়স্বজনকে জানিয়ে রাখুন।

৯. ওয়ালেট কিংবা হাতব্যাগ থেকে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে হালকা করুন। প্রয়োজনীয় জিনিস ব্যাগের একেবারে ভিতরে ঢোকাবেন না। প্রতিপদে লাগতে পারে এরকম জিনিস হাতব্যাগে রাখুন। ওষুধ, ফার্স্টঅ্যাড বক্স নিতে ভুলবেন না।

১০. বাড়ির বাইরে জুতোর ব়্যাক বা কোনও আসবাব থাকলে সেটা ভিতরে ঢুকিয়ে রেখে যান। বিছানাপত্র, ডাইনিং টেবিল ঢেকে যান।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *