সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের সরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আগামী সোমবার শপথ গ্রহণের লক্ষ্যে ঢাকায় যাচ্ছিলেন মেয়র। সঙ্গে ছিলেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের গাড়িবহর।
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর যুগান্তরকে জানান, বহরের একটি গাড়ি সামনের গাড়িকে সামান্য ধাক্কা দিয়েছে। এতে ওই দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হননি। আমরা সবাই নিরাপদে ঢাকায় এসে পৌঁছেছি।
Source link