উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে একজন মহিলা তাঁর প্রেমিককে বিয়ের প্রস্তাব দেয়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে থেকে বিতর্কের সূত্রপাত। মন্দিরের পুরোহিতরা এই ধরনের ভিডিও তৈরির বিরুদ্ধে আপত্তি তুলেছেন। তাঁদের কথায়, ‘এই ধরনের ঘটনা মন্দিরের ধর্মীয় পবিত্রতাকে প্রভাবিত করেছে।’ মন্দির কমিটি পুলিশকে এই ধরনের ভিডিও তৈরি করছে যাঁরা বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।
কেদারনাথ মন্দির কমিটির পুলিশকে চিঠি
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ইউটিউবার মহিলা কেদারনাথ মন্দিরের কাছে তাঁর প্রেমিকের সঙ্গে হাঁটছিল। হঠাৎ তাঁর প্রেমিকা হাঁটু মুড়ে বসে আংটি হাতে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তারপর পরস্পর গভীর আলিঙ্গনে আবদ্ধ হন মন্দির প্রাঙ্গণে। আর সেই নিয়ে শোরগোল শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। কেউ কেউ প্রশ্ন তোলেন, ধর্মীয় স্থানে মোবাইল ফোন নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে কেন? মন্দির চত্বরে যেন নজরদারি আরও কড়া করে পুলিশ প্রশাসন, তার দাবি জানান অনেকে।
আরও পড়ুনঃ অফিস টাইমে লাইন থেকে বেরিয়ে গেল লোকাল ট্রেন, মুহূর্তে আতঙ্ক গ্রাস যাত্রীদের! ভয়ঙ্কর অবস্থা
এই ভিডিওর প্রতিক্রিয়ায়, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি পুলিশকে চিঠি লিখে অভিযোগ জানায়, এই ধরনের ভিডিও তৈরি করছেন যাঁরা তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ প্রশাসনকে দেওয়া চিঠিতে মন্দির কর্তৃপক্ষ লিখেছেন, ‘মন্দির চত্বরে কিছু ইউটিউবার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভিডিও বা রিল তৈরি করছেন। যা কিনা মন্দিরে আসা মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। শুধু মন্দিরে আসা মানুষজনই নন, সারা দেশে এবং বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগছে’।
আরও পড়ুনঃ সকলকে মিথ্যে বলে মা-কে বাড়িতেই সমাধিস্থ করল ছেলে, পুলিশের কাছে বিস্ফোরক দাবি!
সূত্রের খবর, ভিডিও এবং রিলের দৌরাত্ম্য রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছেন মন্দির কর্তৃপক্ষ। বলা হয়েছে, যাঁরা মন্দির চত্বরে প্রবেশ করবেন তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। আগামী দিনে মোবাইল ফোন বাইরে রেখে মন্দির চত্বরে প্রবেশের নির্দেশকা জারি করা হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kedarnath, Kedarnath Temple
Source link