তামিম ইকবালের অবসর ইস্যুতে মধ্যরাতে রাজধানীর গুলশানে নিজের বাসভবনেব্রিফিং করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার দিবাগত রাতেরাজধানীর গুলশানে নিজের বাসভবনে তামিমের অবসর প্রসঙ্গ ও নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি প্রধান।
ব্রিফিংয়ের শুরুতেই নাজমুল হাসান পাপন বলেন, কোনো খেলোয়াড় তো সারাজীবন থাকবে না। কিন্তু খেলোয়াড়রা অবসর নেওয়ার আগে আমাকে তো জানানো উচিত। এর আগে মুশফিকও হঠাৎ আমাদের না জানিয়ে অবসরের ঘোষণা দিয়েছে।
তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন, বিশ্বকাপের আগে (তামিমের) এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব? কিছু একটা ফ্যাক্ট তো আছেই।
নাজমুল হোসেন পাপন বলেন, আমি চাই তামিম তার সিদ্ধান্তটি পরিবর্তন করুক।তামিম তার (বিশ্বকাপের আগেঅবসরের) সিদ্ধান্তটি পরিবর্তন করলে আমি খুশি হব।
নতুন অধিনায়ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবেনাজমুল হাসান পাপন বলেন, তামিম তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে বর্তমান সহঅধিনায়ক (লিটন দাস) অধিনায়কত্ব করবে।
Source link