পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপাল-নির্বাচন কমিশনার সাক্ষাৎ, রবিবার বিকেলে সাক্ষাৎ – News18 Bangla
পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপাল-নির্বাচন কমিশনার সাক্ষাৎ, রবিবার বিকেলে সাক্ষাৎ – News18 Bangla

কলকাতা: মুখোমুখি হতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামিকাল, অর্থাৎ রবিবার রাজ্যপাল-মুখ্য নির্বাচন কমিশনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে! বিকেলে রাজভবনে এই সাক্ষাৎ হতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে দু’বার ডাকলেও রাজভবনে আসেননি রাজ্য নির্বাচন কমিশনার তেমনটাই দাবি রাজভবনের।

তার পর আগামিকাল বিকেলের এই সাক্ষাৎ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফাইল ফেরত পাঠিয়েছেন। যদিও কোন তরফে এই আলোচনার বসার কথা বলা হয়েছে তা জানা না গেলেও আগামিকাল বিকাল সাড়ে পাঁচটায় এই বৈঠক হতে চলেছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজভবনে এই বৈঠকে নির্দিষ্ট সূচিও তৈরি হয়েছে বলেও রাজভবন সূত্রে খবর।

অন্য দিকে, পুরুলিয়ার আদ্রার তৃণমূল নেতা খুনের ঘটনায় আত্মীয়দের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। পুরুলিয়ার আদ্রার তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূল সভাপতি ভাইয়ের সঙ্গে ফোনে বিস্তারিত কথা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজ্যপালের তরফে পরিবারের সদস্যদের ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, তৃণমূল নেতার সন্তানদের পড়াশোনার যাবতীয় সহযোগিতা করবেন রাজ্যপাল, খবর এমনই৷

আরও পড়ুন :  অতল অতলান্তিকে টাইটানিকের ৫০০ মিটার দূরে ৫ যাত্রীকে নিয়ে নিথর ‘টাইটান’! কেন ধ্বংস হল এই ডুবোজাহাজ, জানুন

আরও পড়ুন: যেন বস্তায় দানাশস্যের মতো ওলটপালট! ভয়ঙ্কর বিমানকাণ্ডে রক্ষা পেলেও ধনকুবেরের প্রাণ কাড়ল টাইটান ডুবোজাহাজ

পাশাপাশি, প্রশাসনিক ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালের তরফ থেকে৷ খবর মিলেছে, পুরুলিয়ার আদ্রার তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *