জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা নির্বাচনকে প্রহসনে পরিণত করে। আর বিএনপির মানুষ পুড়িয়ে মারার অপরাধ এখনো ভোলেনি। আর তাদের কাছে গণতন্ত্রের কথা শুনতে হবে?
বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যারা খুনিদের দায়মুক্তি দেয়, আর কিছু দেশ তাদের পক্ষে কথা বলে কিভাবে?
যাদের নিজেদের দেশে মানুষ খুন হচ্ছে, মানবাধিকার নেই, তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে কীভাবে প্রশ্ন তোলে-এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের দেশের মানুষকে কিভাবে রক্ষা করবে সেই চিন্তা করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠান করেছি। অগ্নিসন্ত্রাস করেও গণতন্ত্র ধ্বংস করতে পারেনি। আওয়ামী লীগ আছে বলেই দেশে গণতন্ত্র আছে। মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই স্বাক্ষরতার হার বেড়েছে, দেশের সার্বিক উন্নতি হয়েছে।
যারা নির্বচন নিয়ে কথা বলে, তারা কি সিটি করপোরেশন নির্বাচন দেখেনি বলেও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সম্প্রতি সিটি করপোরেশন নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। প্রতিটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়েছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগই পারে দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিতে।
Source link