মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে বেশ ক’জন আহত
মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে বেশ ক’জন আহত


চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে বেশ ক’জন আহত হয়েছে। কুকুরটি কামড়িয়েছে বেশ ক’টি গবাদি পশুকেও।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ও মধ্যম ওয়াহেদপুর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ১৫ থেকে ২০ জন বাসিন্দাকে বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর থেকে পর্যায়ক্রমে কামড়ায় ওই কুকুর।

আহতরা হলেন- ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড মধ্যম ও উত্তর ওয়াহেদপুর গ্রামের রবিউল হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রহিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান রনি, রফিকুল ইসলাম রফিক, ফকির আহম্মদ, হালিমা বেগম, ফাতেমা বেগম, মোহাম্মদ মিয়া। আহত আরো ক’জনের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া মিয়া ও নিজামের দুটি গরু, তাহমিনার ছাগলকে কামড় দেয় পাগলা কুকুর।

পরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে পাগলা কুকুরটিকে মেরে মাটিতে পুঁতে ফেলে।

কুকুরের কামড়ে আহত কৃষক রবিউল হোসেন বলেন, ভোরে আমি ক্ষেত থেকে সবজি তুলে বাড়ির বারান্দায় গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ কিছু বোঝার আগেই আমার উপর আক্রমণ করে পাগলা কুকুর। আমার বাম হাতে কামড় দিয়ে চলে যায় এটি।

ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, বেওয়ারিশ এই পাগলা কুকুরের ব্যাপারে আগে থেকে এলাকার কেউই অবগত ছিল না। হঠাৎ আজ সকালে এমন ভয়াবহ আক্রমণ। ফজরের নামাজ পড়তে যাওয়া অবস্থায় মুসল্লীদের উপর আক্রমণ, ক্ষেতের কৃষক, পথচারী, নারী এমনকি গৃহপালিত পশুর ওপরও আক্রমণ করেছে পাগলা কুকুর। আহতদের মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: মামুনুর রশিদ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ ক’জন হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক দেয়া হয়েছে। এর মধ্যে ছয়জন ভর্তি আছেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *