টিকটকে আসক্ত ছেলের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়ায় মা-বাবার সাথে অভিমান করে শামীম (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে ঘটনাটি ঘটে।
শামীম ওই গ্রামের তাফোজ্জল মিয়ার ছেলে ও লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাদরাসার শিক্ষার্থী শামীম লেখাপড়া ফাঁকি দিয়ে বর্তমানে স্মার্ট মোবাইলে টিকটকে আসক্ত হয়ে পড়ে। ছেলের লেখাপড়ার অমনোযোগী দেখে এ নিয়ে তার মা-বাবা তাকে গালাগালি করে দু’দিন আগে জোরপূর্বক তার স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়। এর ফলে মা-বাবার সাথে অভিমান করে শিক্ষার্থী সে বুধবার রাতে সবার অজান্তে বাড়ির পাশে আম গাছে গলায় রশি পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মো: মাহবুবুল আলম আত্মহত্যা ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ ঘটনাস্থল পরির্দশন করে জানান, লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি আনইউজুয়াল ডেথ (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।
Source link