কুকুরের কামড়ে আহত ১৫ | Online Version
কুকুরের কামড়ে আহত ১৫ | Online Version

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।

আহতরা হলেন-মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের রবিউল হোসেন, মন্নান, রহিম, রনি, রফিক, ফকির, হালিমা, ফাতেমা, মিয়া। এছাড়া ২টি গরু ও একটি ছাগলকে কামড় দেয় ওই পাগলা কুকুর।

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি ছিল। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি আছেন।

বিডি প্রতিদিন/এমআই


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *