ময়মনসিংহে গুলিভর্তি পিস্তলসহ মো. নিরব চৌধুরী নয়ন নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে নগরীর কালীবাড়ী এসকে হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়। নয়ন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ব্যক্তির নামে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি আগ্নেয়াস্ত্র, খুন ও দ্রুত বিচার আইনসহ ছয়টি মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
Source link