বর্ষা মানেই ছত্রাকের সংক্রমণ! ত্বক বাঁচান এই সহজ নিয়মে, রইল বিশেষজ্ঞের টিপস How to prevent yourself from fungal infection skin care in Rainy season. Best diy hacks and tips from dermatologist. – News18 Bangla
বর্ষা মানেই ছত্রাকের সংক্রমণ! ত্বক বাঁচান এই সহজ নিয়মে, রইল বিশেষজ্ঞের টিপস How to prevent yourself from fungal infection skin care in Rainy season. Best diy hacks and tips from dermatologist. – News18 Bangla

বর্ষার মরশুমে দেহের চাই বিশেষ যত্ন৷ কারণ শরীরে এই সময় বিভিন্ন ধরনের রোগজীবাণু বাসা বাঁধে৷ আর্দ্র আবহাওয়ায় ব্যাক্টেরিয়া, ছত্রাকের উৎপাত বাড়ে। তাই বৃষ্টির মজা নেওয়ার পাশাপাশি খেয়াল রাখুন দেহের৷ বর্ষায় কীভাবে খেয়াল রাখবেন নিজের? পরামর্শ দিলেন ডার্মাটোলজিস্ট আঁচল পন্থ৷

১. স্নানের পর বা কোনও কারণে ভিজে গেলে ভাল করে শুকনো করে মুছে নিন৷ শরীরের প্রতিটি অংশকে ভাল করে শুকনো করে নিন৷ কারণ অনেক দেহে জল জমে থাকলে সেখান থেকে সমস্যা হতে পারে বিভিন্ন ভাইরাস ব্যাক্টেরিয়ার আক্রমণ দেখা দিতে পারে৷

২.হালকা জামা কাপড় পরুন

শরীরে লেগে থাকে এমন ধরনের জামাকাপড় বর্ষার সময় এড়িয়ে চলুন৷ সুতির হালকা জামা পরুন৷ এতে ঘাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই অল্প বৃষ্টির জল পড়লেও তাড়াতাড়ি শুকোবে৷

আরও পড়ুন: বর্ষায় ঝরে যাচ্ছে চুল, দফারফা ত্বকের! সব সমস্যার সমাধানের উপায় জেনে নিন

৩. প্রতিদিন তোয়ালে পরিষ্কার করুন

ব্যবহার করা তোয়ালেটি রোজ পরিষ্কার করুন৷ এতে ভেজা তোয়ালেতে ছত্রাক আক্রমণের সম্ভাবনা কমে যায়৷

৪ অন্তর্বাস পরিষ্কার রাখুন

বর্ষার মরশুমে অন্তর্বাসের বিশেষ যত্ন নেওয়া আবশ্যক৷

৫.ওয়ার্ক আউটের পর জামাকাপড় বদলে ফেলুন

এক্সারসাইজের পর ঘাম ভাসে৷ তাই ওয়ার্ক আউটের পর অবশ্যই জামাকাপড় বদলে ফেলুন

আরও পড়ুন: মাছ-কাঁঠালের বিরিয়ানিতে জমুক রবিবারের ভোজ! শিখে নিন রেসিপি

৬.স্টেরয়েড যুক্ত ক্রিম ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করবেন না

ছত্রাক আক্রমণ ঠেকাতে স্টেরয়েড যুক্ত ক্রিম কখনও ব্যবহার করবেন না৷ এতে হিতে বিপরীত হতে পারে৷

৭. যদি ত্বকে কোনও সংক্রমণ বা সমস্যা দেখা দেয়, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *