আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ‘৯৩’ ব্যাচের পুনর্মিলনী ১ জুলাই
আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ‘৯৩’ ব্যাচের পুনর্মিলনী ১ জুলাই

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ‘৯৩’ ব্যাচের উদ্যোগে পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

‘যেথায় থাকুক যে যেখানে, বাধন থাকুক প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্যাচের ৩০ বছর পূর্তীতে আগামী ১ জুলাই শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ‘৯৩’ ব্যাচের ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ  করেছেন।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতি গঠন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। প্রাক্তন শিক্ষার্থীরা অনেকেই ব্যবসায়, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এসএসসি ‘৯৩’ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, আগামী ১ জুলাই পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠান উপলক্ষে র‌্যালি, আলোচনা, প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিশু ও শিক্ষকদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *