চট্টগ্রামে দেড়শ কেজি ইলিশ জব্দ
চট্টগ্রামে দেড়শ কেজি ইলিশ জব্দ

চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম।

শনিবার বিকাল পাঁচটার দিকে অলংকার শপিং কমপ্লেক্সের সামনে বাসস্ট্যান্ড থেকে এসব মাছ জব্দ করা হয় বলে জানা গেছে।

চট্টগ্রাম সামুদ্রিক অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসাইন সাগরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক ফারুক হোসাইন যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সময়ে সমুদ্রে ইলিশ আহরণ করে দেশের বিভিন্ন জেলায় পাঠাতে নগরীর অলংকার মোড়ে ইলিশ মাছ আনা হলে যুগান্তরের সাংবাদিক কবির শাহ্ দুলালের দেওয়া তথ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।জব্দকৃত ইলিশ মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৪৪,২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন,সামুদ্রিক উৎপাদন কর্মকর্তা মোহাম্মদ এরশাদ শেখ।

পাহাড়তলী থানা পুলিশের সহকারী পুলিশ কমিশনার মঈনুর রহমান,ওসি মোস্তাফিজুর রহমান ও অলংকার পুলিশ বক্সের ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া সহায়তা দিয়েছেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *