বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচন বানচাল করতে দেশি বিদেশী মহলে পাঁয়তারা চলছে। রাজধানীতে ‘ডিক্যাব টক’-এ এমন মন্তব্য করেন তিনি। বলেন, যারা অংশগ্রহণ করবে তাদের নিয়েই নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। সংলাপের সম্ভাবনা নেই বলেও জানান এ কে আব্দুল মোমেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, টক টু পররাষ্ট্রমন্ত্রী’ আয়োজন করে ডিপ্লোম্যাটিক ক্রসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি-ক্যাব।

পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচন বানচালের পায়তারা করছে

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিদেশীদের প্রেসক্রিপশনে কোনো কিছুই হবে না।

সরকার অথবা নির্বাচন কমিশন চাইলেই সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়– সবার অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন ড. এ কে আবদুল মোমেন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *