বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে নয়: বাবর
বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে নয়: বাবর

আসন্ন বিশ্বকাপে বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০ দলের বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলবে ৯টি।

গণমাধ্যমেও সেই ম্যাচ নিয়ে চলছে নানা ভবিষ্যদ্বাণী। সব দৃষ্টি একদিকে। যেন বিশ্বকাপের ধুম ধাড়াক্কা আসরের উত্তাপ ছাপিয়ে গেছে ভারত-পাকিস্তান ম্যাচ।

তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন— পাকিস্তান শুধু ভারতের বিপক্ষে খেলতেই বিশ্বকাপে যাবে না।

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ দীর্ঘদিন বন্ধ থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ দেখতে ক্রিকেট অনুরাগীদের অপেক্ষা করতে হয়। আর এবার সেই বৈশ্বিক আসর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এ ম্যাচ ঘিরে সবার আগ্রহ অনেক বেশি।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। ভারত ম্যাচ নিয়ে বাবর বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, শুধু ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছি না। আরও ৮টা দল আছে, শুধু ভারতকে হারালেই আমরা ফাইনালে চলে যাব না।’

তিনি বলেন, আমাদের মনোযোগ তাই একটি দলের ওপর নয়, টুর্নামেন্টের সব প্রতিপক্ষের ওপর। সব দলের বিপক্ষে ভালো খেলা এবং জেতা—এটিই আমাদের পরিকল্পনা।

পাকিস্তান অধিনায়ক বাবর অবশ্য যে কোনো ভেন্যুতে খেলার জন্যই প্রস্তুত। তিনি আরও বলেন, ‘যে জায়গাতেই হোক না কেন, আমরা সেখানে খেলব। একজন পেশাদার হিসেবে এটিই আমরা আশা করি, আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। একজন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমি প্রতিটি দেশে দাপট দেখিয়ে রান করে পাকিস্তানকে জেতাতে চাই। আমরা এমনটাই ভাবছি, শুধু একটা দলের বিপক্ষেই খেলব এমন না।’


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *