প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
সেতুমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় বিমানবন্দর সড়কের কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিৰ্মাণ কাজ পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ডিএনসিসি মেয়রের কর্মসূচি
মাসব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন অভিযানে অংশ নেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। সকাল ১০টায় প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হওয়া অভিযানে তিনি বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করবেন।
পরিবেশ বিষয়ক কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় ‘বৃক্ষ নিধন ও তার পরিবেশগত প্রভাব: আমাদের করণীয়’-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলের দ্বিতীয় তলায়।
আরও পড়ুন: ৮ জুলাই: ইতিহাসের আজকের এই দিনে
যাত্রী কল্যাণ সমিতির কর্মসূচি
বেলা ১১টায় পুরানা পল্টনে বায়তুল মোকাররমের উত্তরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৩ প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ডিসিসিআই অডিটোরিয়ামে শিল্প-শিক্ষা খাতের সমন্বয়: পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ। বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।
মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে ১৬তম এনপিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে গণতন্ত্র নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এতে প্রধান অতিথি থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান আলোচক থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
Source link