আড়াইহাজারে সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে। চলতি অর্থবছরে (জুন ২০২২-জুলাই ২০২৩) রাজস্ব আদায় হয়েছে ৫৫ কোটি ১২ লাখ ৯২ হাজার ১০১ টাকা। যা গত বছরের তুলনায় ১৪ কোটি ৩১ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা বেশি। গত অর্থ বছরে (জুন ২০২১-জুলাই ২০২২) এই রাজস্ব আদায় হয়েছিল ৪০ কোটি ৮১ লাখ ২ হাজার ৮৪৫ টাকা।
চলতি অর্থ বছরে দলিল রেজিস্ট্রি হয়েছে ১৫ হাজার ৬২৫টি। অন্যদিকে গেল অর্থবছরে দলিল রেজিস্ট্রি হয়েছিল ১৫ হাজার ২৫৬ টি।
আড়াইহাজার উপজেলা সাব-রেজিস্ট্রার আলী আজগর জানান, জেলা রেজিস্ট্রারের দিকনির্দেশনা, পরামর্শ অনুসারে ও জনগণের সহযোগিতায় সাব রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে। আমাদের সকল কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আশা করি আগামী ফলাফল আরও ভাল হবে।
তিনি আরও বলেন, অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল লেখকরা আড়াইহাজার উপজেলার জনগণের জমি হস্তান্তর প্রক্রিয়াকে জনবান্ধব করেছে। জালিয়াতি, হয়রানি কমে এসেছে। তাই রাজস্ব বেড়েছে।
নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান বলেন, অফিসের কাজ কর্মে গতিশীলতা থাকলে দলিল রেজিস্ট্রি বাড়ে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে উত্তম সেবা দেয়া।
Source link