অর্পিতা থেকে নুসরত, রথের দিনে তারকারা নজর কাড়লেন কেমন সাজে, fashion statement of tolly divas for rathayatra
অর্পিতা থেকে নুসরত, রথের দিনে তারকারা নজর কাড়লেন কেমন সাজে, fashion statement of tolly divas for rathayatra

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায়  এদিন নিজেকে  সাজালেন হলুদ সালোয়ারে ৷ তার সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷

1/ 10

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায় এদিন নিজেকে সাজালেন হলুদ সালোয়ারে ৷ তার সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায় এদিন নিজেকে সাজালেন হলুদ সালোয়ারে ৷ তার সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷

সোহিনী সরকার নজর কাড়লেন ঝলমলে পোশাকে ৷ বেগুনি রঙের ঘাঘড়া আর হলুদ টপে রীতিমতো অনন্যা হয়ে উঠেছিলেন তিনি ৷

কৌশাম্বি চক্রবর্তী মঙ্গলবার ছবি শেয়ার করলেন তাঁর ধারাবাহিকের সেট থেকে ৷ সাদা শাড়িতে এদিন রীতিমতো মোহময়ী হয়ে উঠলেন তিনি ৷

মিমি চক্রবর্তীর সাজও এদিন নজর কাড়ল অনুরাগীদের ৷

হলুদ সালোয়ারে এদিন ক্য়ামেরার সামনে ধরা দিলেন নায়িকা ৷

অভিনেত্রী মিমি দত্তও আজ নিজেকে সাজালেন ট্র্যাডিশনাল লুকে ৷ তাঁর শাড়ি আর গয়নার সাজ সত্যিই নজর কাড়ল অনুরাগীদের ৷

দেবলীনা কুমার অবশ্য এদিনও সাজলেন ওয়েস্টার্ন পোশাকেই ৷

অন্যদিকে গতকালই তাঁর রথযাত্রার সাজের আপডেট দিয়েছিলেন পার্নো মিত্র ৷

অভিনেত্রী নুসরত জাহানকেও এদিন দেখা গেল ঘরোয়া সাজে ৷ ঝলমলে শাড়ি আর মানানসই কানের দুলে মিষ্টি লাগছিল অভিনেত্রীকে ৷


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *