
1/ 10
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায় এদিন নিজেকে সাজালেন হলুদ সালোয়ারে ৷ তার সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷
প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের স্ত্রী তথা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায় এদিন নিজেকে সাজালেন হলুদ সালোয়ারে ৷ তার সঙ্গে ছিল মানানসই গয়নাও ৷
সোহিনী সরকার নজর কাড়লেন ঝলমলে পোশাকে ৷ বেগুনি রঙের ঘাঘড়া আর হলুদ টপে রীতিমতো অনন্যা হয়ে উঠেছিলেন তিনি ৷
কৌশাম্বি চক্রবর্তী মঙ্গলবার ছবি শেয়ার করলেন তাঁর ধারাবাহিকের সেট থেকে ৷ সাদা শাড়িতে এদিন রীতিমতো মোহময়ী হয়ে উঠলেন তিনি ৷
মিমি চক্রবর্তীর সাজও এদিন নজর কাড়ল অনুরাগীদের ৷
হলুদ সালোয়ারে এদিন ক্য়ামেরার সামনে ধরা দিলেন নায়িকা ৷
অভিনেত্রী মিমি দত্তও আজ নিজেকে সাজালেন ট্র্যাডিশনাল লুকে ৷ তাঁর শাড়ি আর গয়নার সাজ সত্যিই নজর কাড়ল অনুরাগীদের ৷
দেবলীনা কুমার অবশ্য এদিনও সাজলেন ওয়েস্টার্ন পোশাকেই ৷
অন্যদিকে গতকালই তাঁর রথযাত্রার সাজের আপডেট দিয়েছিলেন পার্নো মিত্র ৷
অভিনেত্রী নুসরত জাহানকেও এদিন দেখা গেল ঘরোয়া সাজে ৷ ঝলমলে শাড়ি আর মানানসই কানের দুলে মিষ্টি লাগছিল অভিনেত্রীকে ৷
Source link