আস্থা ভোটে জয়, গ্রিক প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদ শুরু
আস্থা ভোটে জয়, গ্রিক প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদ শুরু

গ্রিক সরকার দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে জয়লাভ করেছে। গতকাল শনিবার (৮ জুলাই) তারা এই জয় পান। ফলে চার বছরের জন্য এই সরকারের দ্বিতীয় মেয়াদ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি দুই সপ্তাহ আগে নির্বাচনে জয়ের পর আস্থা ভোটটি অনুষ্ঠিত হয়। খবর এএফপির।

মিৎসোটাকিস শনিবার তার সরকারের নীতি উপস্থাপনের পর বলেন, ‘এই নির্বাচন দেখিয়েছে যে গ্রিস মহান পরিবর্তনের যুগে প্রবেশ করেছে এবং সংখ্যাগরিষ্ঠ (দল) যে রায় পেয়েছে, তার লক্ষ্য হলো এসব পরিবর্তনকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।’

পার্লামেন্টে নিউ ডেমোক্রেসি দলের ১৫৮টি আসন রয়েছে। ক্ষমতায় দ্বিতীয় মেয়াদের নীতি তৈরিতে তিন দিনের বিতর্কের পর ক্ষমতাসীন দল একটি রোল-কল ভোটে ৩০০ ডেপুটির মধ্যে ১৫৮ জনের আস্থা ভোট অর্জন করে।

দলটি প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সংস্কারকে ত্বরান্বিত করার অঙ্গীকার নিয়ে ২৫ জুনের নির্বাচনে ৪০ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করে। বামপন্থী সিরিয়াজার ১৭ দশমিক ৮৩ শতাংশ এবং সমাজতান্ত্রিক পাসোক ১১ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে।

বিষয়:গ্রিসগ্রিক পার্লামেন্টকিরিয়াকোস মিৎসোটাকিস


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *