এ ঘটনার ছয় দিন পর গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দলের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য ঘোষণা দেন, রেজা কিবরিয়াই দলের আহ্বায়ক আছেন। তাঁরা অভিযোগ করেন, রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ১০ জুলাই দলের কাউন্সিলের দিন নির্ধারণ করে পরিকল্পিতভাবে দলকে ভাঙনের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
আজ দুপুরে গণ অধিকার পরিষদের কার্যালয়ে দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল কাউন্সিল হবেই। সারা দেশের জেলা ও মহানগর কমিটির নেতা-কর্মীরা আসবেন। দলের মূল স্রোতের সঙ্গে আমরা আছি। যাঁরা কাউন্সিলে অংশ নেবেন না, আগামীকালের পরেই তাঁদের লাফালাফি বন্ধ হয়ে যাবে।’
উল্লেখ্য, গত ১৯ জুনের সভায় মুহাম্মদ রাশেদ খানকে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করেন নুরুল হকের অনুসারীরা। পরদিন ২০ জুন রেজা কিবরিয়া দলের যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুনকে সদস্যসচিব ঘোষণা করেন।
Source link