ছাত্রদলের আহ্বায়কের ওপর হামলা, বহিষ্কার হলেন সাবেক দুই নেতা
ছাত্রদলের আহ্বায়কের ওপর হামলা, বহিষ্কার হলেন সাবেক দুই নেতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ককে পিটিয়ে নদীতে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সাবেক আহ্বায়ক ও সদস্য সচিবকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (০৭ জুলাই) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একইদিনে বর্তমান নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল চৌধুরী ফুজায়েল এবং সাবেক সদস্য সচিব ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন মিয়া হৃদয়কে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরআগে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও তার সহযোগীদের উপর হামলা করে সদ্য সাবেক কমিটির নেতারা।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরের নবনির্মিত শেখ হাসিনা সড়কের শিমরাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমানের ওপর লাঠির বাড়ি ও কিল-ঘুষি দিলে তিনি তিতাস নদীর পানিতে নেমে যান। তবে সাথে থাকা বিশাল নামের এক কর্মী হামলায় গুরুতর আহত হয়েছেন। 

বিইউ/এএস


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *