রান্নায় স্বাদবৃদ্ধিতে টমেটোর জুড়ি মেলা ভার। আর সেই টমেটো এখন সাধারণের ঘরে প্রবেশই করতে পারছে না। খুচর বাজারে টমেটোর দাম কেজি প্রতি প্রায় ১৬০ থেকে ১৮০ টাকা। আর এমনই পরিস্থিতিতে চার ব্যক্তি সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিলেন। টমেটোর দামবৃদ্ধি নিয়ে বেঁধে ফেললেন গান। রাস্তায় নাচ করে বানিয়ে ফেললেন রিল ভিডিও। দেখেছেন আপনি?
টমেটোর দাম বেড়ে যাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। সব্জির মূল্যবৃদ্ধিতে বেহাল অবস্থা হলেও খানিক হাসি ফুটছে মানুষের মুখে। কনটেন্ট ক্রিয়েটার কুশাল পাওয়ার দক্ষিণী জনপ্রিয় গান ‘টাম টাম’-এর প্যারোডি বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: কবে কমবে টমেটোর দাম? আসল খবর শুনলে মাথায় হাত পড়বে! জেনে নিন চটপট
ভিডিওয়ে দেখা যাচ্ছে, দুই প্যাকেট টমেটো কিনতে গিয়ে কান্না চলে এসেছে কুশালের। কোনওমতে টাকা দিয়ে রাস্তায় এসে প্যারোডি গেয়ে গেয়ে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন আরও তিন জন ব্যক্তি। গানের কথায় সাধারণ মানুষের দুর্দশার বিবরণ দিলেন কুশাল। হাসির মোড়কে মূল্যবৃদ্ধিকে দুষলেন কনটেন্ট ক্রিয়েটার। গানে গানে কুশাল বললেন, পাও ভাজি হোক বা মুরগির ঝোল, অথবা টমেটোর স্যুপ, যে রান্নাগুলি টমেটো ছাড়া হওয়া মুশকিল, বা অসম্ভব, সেসব এখন থেকে নতুন রেসিপিতে তৈরি হবে। কারণ টমেটো কেনার সাধ্য অধিকাংশেরই নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tomato Price hike
Source link