দ.আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ
দ.আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে জয় পেল বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৪ রানের জয়ে ১-১ সমতায় ফেরে স্বাগতিক বাংলাদেশ যুব দল।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৬টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৯ রান করেন শিহাব। ৩ চারে ৪১ রান করেন আদিল বিন সিদ্দিক।

টার্গেট তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভারে ২৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন টিজার।

বাংলাদেশের জয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান আরিফুল ইসলাম। তিনি ব্যাট হাতে ২ ছক্কা আর ৩ চারের সাহায্যে ৪৮ রান করার পাশাপাশি বল হাতে ৩৩ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।

আগামী মঙ্গলবার খুলনার এই মাঠেই সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *