আপনি যদি ফেসবুক নিয়মিত ব্যবহার করে থাকেন, তবে ইদানীং নিশ্চই ‘@Highlight’ লেখা রয়েছে এমন কোনও ফেসবুক পোস্ট দেখেছেন। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে কারা আপনার প্রোফাইল চেক করছেন, তাদের প্রোফাইল নাকি আপনি দেখতে পাবেন।
উদাহরণস্বরূপ, এমন একটি পোস্টকার্ড শেয়ার করা হয়েছে যেখানে লেখা রয়েছে, “চুপি চুপি প্রোফাইল দেখার দিন শেষ ! কমেন্টবক্সে @ টাইপ করুন উপরের দিক থেকে আসা @highlight এ ক্লিক করুন যাতে আপনি সেই ব্যক্তিদের দেখতে পারেন যারা সর্বদা আপনার প্রোফাইল চেক করে।”
নানা ধরনের পোস্টে একই দাবি ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে এবং দাবি করা হয়েছে, কমেন্ট বক্সে @Highlight টাইপ করে কমেন্ট করলে দেখা যাবে কারা প্রোফাইল চেক করছেন।
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ফেসবুকের @highlight ফিচারটি সম্পূর্ণ অন্য কাজে ব্যবহার করা হয়।
কীভাবে জানা গেল সত্যি?
সবার প্রথম আমরা ভাইরাল পোস্টের ক্ষেত্রেই অনুসন্ধান করি। এই পোস্টের কমেন্টে গিয়ে @ টাইপ করলে দেখা যায় যে, যেই প্রোফাইল থেকে এই পোস্টটি দেখা হচ্ছে, সেই প্রোফাইলের বন্ধুতালিকায় থাকা কিছু ব্যবহারকারীদের নাম আসছে।
সেই সঙ্গে সবার উপর সেই পেজটির নাম আসছে যেখান থেকে এই পোস্ট করা হয়েছে। এ বাদে কোনও ‘@highlight’ অপশন আসছে না। যা থেকে মোটামুটি এটা পরিষ্কার হয়ে যায় যে পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। কারণ এখানে কোনও ভাবেই এটা দেখার উপায় নেই কারা আপনার প্রোফাইল চেক করে।
@-সাইন সাধারণত ফেসবুকে কাউকে মেনশন করতে ব্যবহার হয়। আর এ ক্ষেত্রে @ লিখলে তাদেরই নাম আসছে শেষ কয়েকদিনের মধ্যে যাদের ব্যবহারকারীর প্রোফাইল থেকে মেনশন করা হয়েছে।
তাহলে @highlight-এ কী হয়?
কোনও ব্যবহারকারী যদি কোনও পোস্টে @highlight লিখে কমেন্ট করেন, তখন তার বন্ধুতালিকায় ব্যক্তিদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তখন সেই বন্ধু ওই নোটিফিকেশনে ক্লিক করলে আসল পোস্টটি দেখতে পান যেখানে এই কমেন্ট করা হয়েছে। একই ভাবে কোনও পোস্টে @friends কমেন্ট করলেও বন্ধু তালিকায় থাকা সবার কাছে নোটিফিকেশন চলে যায়। কোনও গ্রুপের পোস্টে যদি @everyone লিখে কমেন্ট করা হয়, তখন সেই গ্রুপের সকল সদস্যদের কাছে নোটিফিকেশন যাবে।
বলাই বাহুল্য, এগুলোর মধ্যে কোনওটিতেই এটা দেখা সম্ভব নয় যে কে বা কারা আপনার প্রোফাইল চেক করছেন।
কারা প্রোফাইল দেখছেন তা আদৌ চেক করা সম্ভব?
না। কারা আপনার ফেসবুর প্রোফাইল চেক করছেন তা কোনও ভাবেই, কোনও পদ্ধতি বা উপায়েই চেক করা সম্ভব না। মেটা বা ফেসবুক নিজেদের প্রাইভেসি, সেফটি ও সিকিওরিটির বিষয়ে বিশদ তথ্য যেখানে প্রকাশ করেছে, সেখানেই একটি অংশে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে লেখা হয়েছে, “কোনও ব্যবহারকারীর প্রোফাইল কে দেখেছে, ফেসবুক তা ট্র্যাক করতে দেয় না। কোনও থার্ডপার্টি অ্যাপের মাধ্যমেও এই বিষয়টি চেক করা সম্ভব নয়৷ আপনি যদি এমন একটি অ্যাপ দেখেন যা দাবি করছে যে এর মাধ্যমে এমনটা সম্ভব, তখন এক্ষুনি তা এই লিঙ্কে রিপোর্ট করুন।”
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কে আপনার প্রোফাইল চেক করছে, তা দেখা বা বোঝা কোনও ভাবেই সম্ভব না। সোশ্যাল মিডিয়ায় কেবলই মিথ্যা দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
Source link