বরিশালের গৌরনদী পৌরশহরের গোবর্ধন এলাকায় বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়েছে। রবিবার দুপুর পৌঁনে ১টার দিকে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে বিস্ফোরণের পর স্থানীয়রা আহতাবস্থায় রিফাত মৃধা (২২) নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কিছু আলামত উদ্ধারের পর বিষয়টি পুলিশ তদন্ত শুরু করছে বলে জানিয়েছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।
তিনি জানান, পৌর শহরের গোবর্ধন এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুল রহমান শামীমের চাচা নাজমুল সরদারের পরিত্যক্ত ঘরে দুপুর পৌনে ১টায় দিকে একটি বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণে আহত যুবক বরিশাল নগরীর সাধুর বটতলা এলাকার রিফাত মৃধাকে করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
আহত যুবক টোকাই প্রকৃতির সন্দেহ করে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি মো. আফজাল হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল
Source link