বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম – 24ghonta.news
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম – 24ghonta.news

24ghonta-google-news

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) সামনের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে দেশসেরা ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

24ghonta-google-news

সাকিবকে হারিয়ে তামিমের দিকে হাত বাড়িয়েছে বরিশাল। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে দেশসেরা ওপেনারের।

আগামী বছরের শুরুতে বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা। তবে ওই সময় জাতীয় নির্বাচন থাকবে বলে এখনও দিন তারিখ নির্দিষ্ট করা যায়নি।

24ghonta-google-news
24ghonta-google-news

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *